কয়লার কার্পেট
েখে মনে হয় ,
আমাদের হচ্ছে অনেক উন্নতি
চারিদিকে ফিটফাট আগাগোড়া
যা কিছু নোংরা, সব কিছু দিয়েছি ঢেকে
পুরো সমাজটা যেনো এক কার্পেটে মোড়া
চারিদিকে দুর্নীতি, নির্যাতন
ধর্ষণ, নিপীড়ন
দুর্বলের উপর অত্যাচার
মুচকি হাসি দিয়ে, তবু সমাজ নির্বিকার।
মাঝে মাঝে দেখি
ইন্টারনেটে ও কথার বাহাদুরি
হয় বেশ লেখা লেখি
এভাবেই আজ আমরা প্রতিবাদ করি
ধর্ষক, নিপীড়ক, দুর্নীতিবাজদের কথা
না হয় দেই বাদ
ওদের পারিবারের লোকজন
বাবা, মা, স্ত্রী, সন্তান
ভাই বোন বন্ধু বান্ধব
তারা কেনো করে না প্রতিবাদ?
সমাজ টা আসলে কি
আমি আপনি সবাই মিলে নয় কি?
যতোই কেউ করুক দুর্নীতি
সমাজের সবার কাছে তবু নমস্য
অথচ আমাদের প্রতিবাদের ফুলঝুড়ি
সেটাই বেশ চমৎকার রহস্য ।
কপটক ভর্তি এ সমাজ
উপাসনালয় থাকে বেশুমার ভর্তি
আড়ালে দুর্নীতিবাজ নিপীড়কদের
সঙ্গে নিয়ে করে হাসি তামাশা ফূর্তি
যতদিন হবে না মিল
সবার কাজে ও কথায়
সমাজ থাকবে কার্পেটে মোড়া
আর মন গুলো, কালো ময়লায়।