শুধু ভালোবাসি
ে আমার অন্তরে প্রতিদিন
লিখে যায় কবিতার মালা,
পারিনা সইতে আমি
বিরহী ভালোবাসার জ্বালা;
আমার লেখা কবিতা হও তুমি।
যাকে নিয়ে আঁকি শুধু
কল্পনার রঙিন বেসাতি,
ছুঁয়ে আসতে পারি না কবি
শুধু এঁকে যাই তুমিময় ছবি ।
যার স্মৃতিমাখা ভালোবাসা
বাড়ায় আমার অহর্নিশ জ্বালা,
কেন আমি দিতে পারি না তারে
এক আকাশ গাঙচিল ভালোবাসা?
তুমিই আমার কবিতা
না বলা কিছু কথা।
তুমিই আমার না আঁকা কবি
সেই রঙিন তুলির ছবি,
ছুঁতে না পারা কিছু ব্যাথা।
তুমিময় আমার ভালোবাসা
কৃষ্ণচূড়া,কদম, শিউলির মালা।
আমার ভালোবাসায় তুমি
তোমার ভালোবাসায় আমি;
দূরে আছি তবু যাই নি তো ছেড়ে
কথা নাই বা হোক যাই নি তো ভুলে।
কাঁদি প্রতিদিন, হাসতে ভুলি নি,
হয়তো অভিমান আছে;
তবু ভালোবাসা মরে নি।
ভালোবাসা ছিল, আছে থাকবে চিরদিন
হয়তো তুমি জানবে না কোনদিন ,
আমার ছিল কিছু কথা,না বলা ব্যাথা ।
তোমার বুকের গভীরে মুখ লুকিয়ে
কাঁদতে যে আমি পারি নি সেদিন।
যেদিন থাকবো না আমি,
চলে যাবো না ফেরার দেশে;
একবার কি আমার কাছে এসে
বলবে চুপিচুপি, ভালোবাসি,
শুধু ভালোবাসি তোমারে ।