অসমাপ্ত ছোট গল্প
জীবন এক ধাঁধা
না আছে নিয়ম, না আছে রেখা
কখনো হাসে, কখনো কাঁদে
হিসেবের ও নেই কোনো ধরা বাঁধা ।
রাস্তা দেখে হয়তো ভয়
তবুও বের হতে হয়
না হলে, কিভাবে
কেউ, পৌঁছাবে গন্তব্যে?
জীবনের অলিগলিতে
রোজকার আসা যাওয়া
যাওয়া, আসা
বিষন্ন ক্লান্ত আশা
কচিৎ আনন্দ, উল্লাস
অযাচিত বিমর্ষ, হতাশা ।
না বোঝার সব জ্ঞানের পুঁথি
পড়ে আছে ধুলি মেখে
অলস স্মৃতিময় পাহাড় সব
আজ গেছে ঢেকে
জোনাকিদের নীল বাতির ভিড়ে
জীবন অলি গলির বাঁকে, তাই
অনেক গল্প আজ আছে জমে।
ধরতে চেয়ে আরেক হাত
চলতে ইচ্ছে তারই সাথ
একসাথে সযতনে গড়ে তোলা
হাজারো স্মৃতির ছোট বড় পথ
আজ, সব পড়ে গেছে ঢাকা
অলিগলি সব, এলোমেলো দিশেহারা ।
মনের জানালায় মাঝে মাঝে
তাই দেয় উঁকি
কোথায় ছিলাম আমরা
কোথায় এখন থাকি,
এ যেনো বৃত্তাকারে
লম্বা রাস্তা পাড়ি ।
একদিন না থাকবো আমি
হয়তো না থাকবে তুমি
শুধু থেকে যাবে
শান্ত মৃদু বাতাস
আর অজানা অনুভূতি ।
জীবনের ধাঁধা
আজও চিনি তাই অল্প
আকাঙ্খা, সময়, স্মৃতির ফাঁদে
এ যেনো, অসমাপ্ত ছোট গল্প !!