Roya Chowdhury

হয়তো দেখা হব

আমার ভাবনাগুলো কবে জীবন পাবে?
জ্বলন্ত মোমবাতি,
আলো-আঁধারির খেলা,
কোন গগণ নই,
এক টুকরো মেঘ;
অন্ধকার,
অন্ধকার যামিনী-
অনুভব করা যায় মাত্র;
নিঃসঙ্গ পথের পথিক যেন,
যন্ত্রণা লিপিবদ্ধ করি,
উপলব্ধির লাশঘর;
যে স্বপ্ন দেখার আগেই সব হারিয়ে ফেলে-
তার পতনের পিছনে একটি স্বপ্ন;
কিছু মুহূর্ত বোধহয় একবারের জন্যই ধরা দেয়,
কিছু মুহুর্ত,
অনুভূতি,
ভিন্ন !

তুমি শশী হয়ে জ্বলো,
রবি হয়ে জ্বালাও !
এক গগণে এত ভেদাভেদ কেন?
শেষ বিকেলের নীলিমা পানে চেয়ে,
স্মৃতি জলে ভিজি বাদল রাতে;
শূন্যতা,
এবং শূন্যতা,
আরও শূন্যতা;
অজানা,
তুমি সময়ের মুখ –
তোমার কন্ঠস্বর,
পালিয়ে বেড়াচ্ছি নিজের সত্ত্বা থেকে;
কৌমুদী রজনীতে স্বপ্নীল জগতে
হারাতে আর মন চায় না,
রাতের অবসাদে আমি নিদ্রাহীণ;
আমি যদি কার্তিকের নীল প্রহেলিকায় কখনো ঝরে পড়ি;
জায়গা হবে কি তোমার হৃদয়ের পাতায়?
স্বার্থপরতা,
কপটতা সম্পর্কে ঢের জানি আমি;
নিজে নিজেকে নিয়ে ভাবতে আমিও জানি !
হয়তো দেখা হবে,
এক অদেখা ভুবনে;
তোমার হাতে অন্য কোনো হাত,
আমার চোখে চশমা,
রোদ চশমা ;
আমার চোখ তুমি দেখবে না,
আমার চোখের ভেতরে জলোচ্ছ্বাস তুমি কোনোদিন দেখবে না।
আমি হারাতে চাই,
পালাতে চাই,
তবুও তো তোমাকে –
কিছুটা তোমাকে;
সমাপ্তিরও প্রারম্ভ আছে;
যদি কেউ চায়।

Scroll to Top

Roya Chowdhury stands as a beacon of artistic excellence in Bangladesh, renowned for her mesmerizing poetry recitations that have captivated audiences worldwide.