জীবন
জীবন নামের শূন্য খাতায়
বুনি কত রঙিন স্বপ্ন;
কেউ বা লিপিবদ্ধ করি যন্ত্রণা
জীবন জুড়ে থাকে একে অন্যের ছায়া
হাসি,কান্না,সুখ,দুঃখ সবই।
জীবন একটা ছায়াছবি,
রেললাইনের মত সমান্তরাল।
দেখে মনে হয় যেন
সবকিছু মিলে মিশে একাকার।
চোখ বুজলেই যেন মনে হয়
স্বার্থ ও স্বপ্ন ভাঙার খেলাঘর।
এখানে ঘুমটাও যেন হয়ে যায় স্বার্থপর;
জীবন যেন একটি বটবৃক্ষ,
যার নীচে কত মানুষের আনাগোনা;
রেখে যায় তারা কত না ভোলা স্মৃতি।
কিছু মানুষ জোর করেই
যেন কাছে আসে;
আবার জোর করেই
যায় হরিয়ে স্মৃতির অগোচরে।
আমি যেন আজ মৃত্যুপূরীতে,
শুধুমাত্র লাশের ছড়াছড়ি।
এখানে চুপ থাকাটাই শ্রেয়
মনে মনে কথা বলি,
দুজন দুজনের সাথে।
এই তো বেশ আছি,ভালো আছি;
যেন কিছু অঘোষিত লড়াই,
শত কষ্টের মাঝেও ঠোঁটে হাসি ফোটাই ।
সব হারানোর পরে ও
বেঁচে থাকার নামই হল জীবন।
প্রতিনিয়ত নিভে যাওয়া
প্রদীপের মত জ্বলে ওঠার,
নামই তো জীবন।