কিছু
কিছু অনুভব অব্যক্ত থাকাই ভালো
কিছু শব্দ উচ্চারিত না হওয়াই মানানসই
কিছু অনুভূতি না প্রকাশিত হওয়াই স্বস্তিকর
কিছু ভালোবাসা প্রস্ফুটিত নাই বা হলো হৃদয়ে
কিছু চিন্তার বাস্তবায়ন না করাটাই মঙ্গলজনক
কিছু আগাছা উপড়ে না ফেললেও ক্ষতি নেই
কিছু সম্পর্ক বাঁধনে নাইবা থাকলো বাঁধা
কিছু স্মৃতি মনে না করি, স্মৃতিতেই থাক জমা
কিছু প্রশ্নের উত্তর নাইবা হলো জানা
কিছু কষ্ট বুকে চেপে না রাখাই বেশ
কিছু চাওয়া পূর্ণ না হওয়াই অনুপম
কিছু মানুষকে বিশ্বাস না করাই ভালো
কিছু অগোছালো বিষয় নাইবা হলো গোছানো
কিছু আবেগের প্রশ্রয় দিতে নেই
কিছু মানুষের উপর ভরসা করা চলে না মোটেই
কিছু গোপন কথা থাকুক গোপনে
কিছু হারানোর ব্যথায় কষ্ট না পাওয়াই ভালো থাকার প্রকৃষ্ট উপায়
কিছু ব্যর্থতা মনে রাখলেই যাতনা বাড়ে
কিছু সফলতা নিরবে ভোগ করা শ্রেয়
কিছু সুখ অধরা থাকাই শোভন-সুন্দর
কিছু মানুষকে পথ না দেখানোই সর্বোত্তম।
দোষ,গুণ,ভূল-ভ্রান্তি, আশা নিরাশা
পাওয়া না পাওয়া, জীবনের সব আনন্দ -হতাশা
এসবের মাঝে তবু থেকে যায় বেঁচে থাকার আশা।