Roya Chowdhury

োধ

ির্জন নিশ্চুপ দীঘির জলেও
যদি নিজের কায়া না দেখা যায়
তখন বুঝবে, মানে কি নিঃসঙ্গতার !

শুনশান গভীর রাতের নীরবতায়
যখন শব্দ শুনবে শুধু নিজের নিশ্বাসের
তখন বুঝবে, মানে কি নিস্তব্ধতার !

আকন্ঠ যখন ডুবে যাবে, ভালোবাসায়
তখন বুঝবে,
মানে কি সুখের আর নির্মমতার !!

Scroll to Top

Roya Chowdhury stands as a beacon of artistic excellence in Bangladesh, renowned for her mesmerizing poetry recitations that have captivated audiences worldwide.