আত্মযাতনা
প্রহর,ক্ষণ অনুক্ষণ
মনে হয় যেন সহস্র কোটি বছর;
তাকে দেখতে যে চাই,
তার চুলে আঙুল বুলাতে চাই, কপালে হাত রাখতে চাই,
তার হাত ধরে জোৎস্না দেখতে চাই,
কামনার আগুন জ্বলে উঠলে-
জোৎস্নার জলে সাঁতার কাটতে চাই,
তার বুকে মাথা রেখে শান্তির নিঃশ্বাস নিতে চাই।
কিন্তু কানে তার একটি কথাই বাজে,
“অপেক্ষা কর ,অপেক্ষা কর ! “
অপেক্ষার প্রহরগুলো এত দীর্ঘ কেন?
জানি সময় হয়তো বলে দিবে এর যথার্থ উত্তর।
কারো কারো কাছে বোধহয় অপেক্ষা মূল্যহীন,
অপেক্ষাকে কেন এত উপেক্ষা?
উপেক্ষা কি ভালোবাসারই হাত ধরে তার জবাব খোঁজে?
হয়তো তোমার আমাকে আর প্রয়োজন নেই;
কিন্ত আমার যে ভীষণ প্রয়োজন !
শুধু এতটুকু অনুরোধ,
এত দূরে চলে যেও না-
যতদূরে গেলে মানুষ নদী হয়ে যায়,
কিংবা বৃক্ষ কোনো !
আমি সাঁতার জানি না,
গাছ বেয়ে মগডালে উঠতে শিখিনি কখনও।