Roya Chowdhury

শুধু, ফেলে দিতে হব

শুধু, ফেলে দিতে হবে –
ঘরের কোণে জমে থাকা ধুলোর আস্তর
শুকনো কালচে বেলী আর মরা শিউলী ।

স্ফিংকস এর আবছায়া
যে আছে মনের গহীনে,
আবার রাখবে তোমার হাতে হাত,
বিবর্ণ সবুজ ছোট ছোট পাহাড়
ভরে যাবে শ্বেত শুভ্র কাশবন ,
আরাধ্য সবুজ পাতা ছুঁবে তোমায়
কৃষ্ণ চুড়া হবে উজ্জ্বল আনন্দ রঙিন ।

নীল সাদা শক্ত আদরের কষ্টগুলো
ঝরে ঝরে হবে নরম মান্দাকিনী,
আনন্দ বৃষ্টিতে ফুটবে কদম ফুল
ময়ূরের পেখম নাচে মন হবে রঙ্গিনী ।

শুধু, ফেলে দিতে হবে –
নিজ উদ্যোগে, সাহস করে,
ছেড়া মলাটের ঘুনে ধরা
সাদা কালো বাদামি কিছু ছবি
আর, অনেকদিন ধরে জমে থাকা
শক্ত, মৃত প্রায় উঁইপোকা স্মৃতি গুলি ।

Scroll to Top

Roya Chowdhury stands as a beacon of artistic excellence in Bangladesh, renowned for her mesmerizing poetry recitations that have captivated audiences worldwide.