Roya Chowdhury

িক বলেছেন আইনস্টাইন।

‘The more I learn, the more I realize how much I don’t know ‘
…Albert Einstein

ঠিক বলেছেন আইনস্টাইন। কিন্ত আমরা সবাই মনে করি সব জানি,সব বুঝি।এই সব জানার, সব বোঝার যে রাজ্য আমরা গড়ে তুলেছি আমাদের চারপাশে ,সেই গন্ডি থেকে নিজেদের রক্ষা করতে হবে।এই অহমিকাবোধ, সবসময় ইগো নিয়ে খেলা করা একটা মারাত্মক বিপজ্জনক পরিবেশ তৈরি করছে আমাদের সমাজের জন্য। অনেকটা বিষ ফোঁড়ার মতো।চারদিকে যেন মুখোশধারী মানুষের ছড়াছড়ি। কোন মানুষকে বিশ্বাস করা এখন একেবারেই অসম্ভব বলে মনে হয়।আজকালকার যুগে আগ বাড়িয়ে যদি কারো উপকার করা হয় , সেই পরবর্তিতে আপনার পিঠে ছোড়া মারবে।আর ‘চোরে চোরে মাসতুতো ভাইয়ের” এর তো যেন এক বিরাট মেলা বসেছে আমাদের সমাজে।কোথায় গেল আমাদের অগ্রজদের বড় বড় বেদ বাক্য!নিজের হৃদয়ে যা ধারণ করি না তা মানুষকে শেখানোর মাঝে কি যথার্থতা তা বুঝে পাই না।এ কথাটি যদি কেউ ভুলে থাকে যে ‘সত্য কোনদিন চাপা থাকে না’ তাহলে তার মতো বোকা হয়তো আর কেউ নাই।আর এসব পাপ কাজে লিপ্ত মানুষের বিচার কিছু হলেও এই দুনিয়াতেই হয়।আমি Karma তে খুব বিশ্বাস করি…’What goes around that comes around ‘.

আমাদের বর্তমান অবস্থান, পদ এসব মূল্যহীন যদি আমরা পরবর্তী প্রজন্মকে কিছু না দিয়ে যেতে পারি।আমার মনে হয় আমরা যারা অগ্রজ তারা সমাজের অনুজদের ঠিক কথা বলছি না।সত্য কথা বলতে শিক্ষা দিচ্ছি না।আর বলছি না বলেই পরবর্তী প্রজন্মের মধ্য হতে আদর্শ জিনিসটা হারিয়ে যাচ্ছে।

আমাদের মনে অনেক বাসনা থাকতে পারে।কিন্ত সবসময় সব বাসনা পূর্ণ হওয়াও উচিত না।কিছু অতৃপ্তি, জীবনের অপূর্ণতা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আশীর্বাদ। লোভ নামক রিপুটাকে ইতিবাচক ইচ্ছার দিকে নিয়ে যেতে হবে।ক্ষমা চাওয়াটাও ভুলে যাচ্ছি আমরা।সবসময় এলোমেলোভাবে ইচ্ছাগুলোকে সামলে নিচ্ছি।জীবনে যদি কিছু ভেঙে যায় সেটাকে জোড়া লাগানোর প্রয়োজন আছে যদি তাতে কোন দাগ থাকার সম্ভবনা না থাকে।মাটির পাত্রের মতো চট করে জীবনের বর্ণাঢ্য উৎসব শেষে পা দিয়ে ফেলে দেয়া ঠিক না।কারণ প্রতিটি জিনিস, প্রতিটি ইতিবাচক সম্পর্ক মূল্যবান। ইতিবাচক সম্পর্ক, অভিজ্ঞতা, শিক্ষাকে মূল্য দিতে হবে।জীবনকে কেউ ধরে রাখতে পারে না।জীবন উৎসবের এই বর্ণাঢ্য আয়োজন শেষে সবাইকেই চলে যেতে হবে। আমার কাছে প্রতিটা মুহূর্ত মূল্যবান। তাই ইতিবাচক সম্পর্ক যা কলুষতামুক্ত, বন্ধুত্ব, শিক্ষা,জীবন, জ্ঞান সবকিছুর যত্ন নিয়ে সামলে রাখতে হবে।আর প্রতিদিন আমার মনে হয় আমি কিছুই না।আমরা কেউই কিছু না যদি না আমাদের মধ্যে বিনয় আর ক্ষমা চাওয়ার গুণ না থাকে।প্রতিদিন, প্রতিটি ঘটনা,প্রতিটি মানুষের কাছে কিছু না কিছু শিখে যাচ্ছি।মাথাটা যতো উপরেই উঠুক না কেন পা টা মাটিতেই রাখা উচিত।যে গাছে ফল হয় সে গাছ নুইয়ে থাকে।সে গাছকে জানান দিতে হয় না তাতে কতো ফল হয়েছে।মাটির উপর শব্দ করে হাঁটাটা যেন আমাদের কাছে খুব সহজ একটি ব্যাপার। জীবনে চলার পথে ভালো কাজ করতে হলে অনেক হোঁচট খেতে হয়।ভালো কাজের মূল্য খুব কম মানুষই দিতে পারে।আমাদের সমাজে পরশ্রীকাতরা একটা অসুখের মতো ছড়িয়ে পড়ছে।কেউ কারো ভালো দেখতে পারে না।সবাই যেন এক অসুস্হ প্রতিযোগিতায় লিপ্ত।সব অভিজ্ঞতাই তা ইতিবাচক হোক কি নেতিবাচক আমাদের জীবনকে সুন্দর ভাবে গড়ে তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার তো মনে হয় নানা ধরনের অভিজ্ঞতা জীবনের এই বন্ধুর পথকে কিছুটা হলেও সুন্দর, সহজ ও মসৃণ করতে সাহায্য করছে।

Scroll to Top

Roya Chowdhury stands as a beacon of artistic excellence in Bangladesh, renowned for her mesmerizing poetry recitations that have captivated audiences worldwide.