পাপী
জন্ম হয়েছে যার পাপে
অপরাধ কি ছিল তার তাতে?
কেউ কেউ কেন তাকে নাম দিলে
পাপিষ্ঠা বলে?
কেন গেঁথে দিলে
অলক্ষীর সিলমোহর তার গায়ে?
জন্ম তো হয়েছিল তার
পূর্ণাঙ্গ মানুষ রূপে,
পাপ পুণ্যের হিসাব জানতো না’তো সে।
ঈশ্বর থেকে যার জন্ম হয়েছে
পাপের আখ্যা দিচ্ছো কেন তাকে?
সবার মতো ঈশ্বরের বসবাস
তার অন্তরীক্ষ হৃদে।
তবে কেন নাম দিলে তাকে
পাপী বলে?
পাপের দোষে জন্ম নিয়ে
করেনি সে অপরাধ
পাপ ঘৃণা না করে পাপীকে
দাও কেন অপবাদ?
হায়’রে সমাজের শিক্ষিত মানুষ
মানুষ বলে দাবী করো যারা নিজেরে
তাদেরকে বলছি শোন।
তোমরা যাকে পাপী বলে জেনে
করছো কাদা ছোঁড়াছুঁড়ি ,
অবহেলার তরে
ধিক্কারে তারে রেখেছো দূরে
একদিন চিরতরে যেতে হবে মাটির ঘরে,
ধন সম্পদ অর্থকড়ি ফেলে
একই ঘরে তারই মতো নির্জন অন্ধকারে!
কোর না বিচার জাত-বেজাতের
ধর্ম-বর্ণ নিজ স্বজাতের
গরীব-ধনীর বাছবিচারে।
মানুষকে মানুষ বলে করো যে গণ্য
তবেই যে তুমি পাবে প্রাধান্য ,
প্রাণীকুলে হবে যে ধন্য।