তুমি আমার কে?
সত্যি করে বলবে কি একটি কথা?
আসলে তুমি আমার কে?
বন্ধু,প্রেমিক না ভালোবাসার মানুষ?
বন্ধু হলে কি হতো এমন অনুভূতি?
বন্ধু হলে কি বাড়তো দেহের তাপ?
হৃদয়ের ছটফটানি, তোমাকে কাছে পাওয়ার
এক ব্যাকুল যন্ত্রণা?
ইচ্ছে হতোনা শক্ত করে আঁকড়ে ধরতে
ঐ দুটো হাত।
ইচ্ছে হতো না তোমার বুকে
মুখ লুকিয়ে অঝোরধারায় কাঁদতে,
তোমার ঐ চুলের ভিতর আঙুল বুলাতে!
তোমাকে এক পলক না দেখলেই
মন হয়ে ওঠে চঞ্চল
মনে জাগে হারানোর ভয়।
কেন গো এমন হয় যদি এটা বন্ধুত্বই হয়?
তোমার ভাবনায় সারাক্ষণ কুড়েকুড়ে খায়
হৃদয় রক্তিম বলয়।
তুমি নাই ভাবলেই জীবন
কেমন হয়ে যায় শূন্য?
এক অজানা মায়ায় শুধু টানে
তোমারে হৃদয় গহীনে।
বন্ধু হলে কি হতো এমন অনুভূতি?
সত্যি করে বলতো, তুমি আমার কে?