এদিন, সেদিন
আমি একদিন জ্বলে উঠবো
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মত
সমাজের সব অন্যায়, অত্যাচার
করবো ছাড়খার অশুদ্ধ আছে যত।
একদিন মুখোশপড়া মানুষের মুখোশ
করবো উন্মোচন ঘটাবো অন্তর দহন।
যারা কলমে,কাগজে ছাড়ো নীতিবাক্যের ফানুস
যাদের ভিতরে করে বাস নোংড়া এক মানুষ
সত্যের দ্বারে করাবো দাঁড়, তাদের হবে তবে হুঁশ।
যেদিন আমার মত জেগে উঠবে
আরও অনেকে,
বুঝবে সেদিন, বুঝবে
সত্যের পথ হামাগুড়ি দিয়ে খুঁজবে
বড়ই ক্ষণস্হায়ী মিথ্যা ঠুনকো রাজত্বে,
কখনোই কোন ভাবেই পারবে না দাবাতে
মিথ্যার রাজ্যে চির সত্যকে।
নোংরা মানুষের যোগসাজশে
বাঁচতে চাই না আর এই সমাজে,
হারিয়ে যেতে চাই সাগরের ঢেউয়ে
পথ হারা পথিকের মত অন্য কোন পথে।
ঝরা পাতার মত ঝরে পড়তে চাই
নিভে যেতে চাই প্রদীপের শিখার রথে।
যেদিন আমি থাকবো না ধরাধামে
সেদিন বুঝবে,তোমরা বুঝবে
আমার হৃদয়ের জমাট বাঁধা ব্যাথা।
মিথ্যের আশ্রয় নিয়ে যারা
হয়েছিলে মহান, তারা
আকাশের খসে পড়া তারা দেখে
বুঝবে,জানবে আর অস্ফুটস্বরে বলবে,
কতটা নিঃস্বার্থ ছিলাম তোমাদের তরে
বুক ভরা ভালোবাসা নিয়ে হৃদয় ঘরে।