আমি পুরুষ
আমি পুরুষ,
আমিও রক্ত মাংসে গড়া
তোমারই মত একজন মানুষ।
আমারও হৃদয় আছে;
যার ভেতরে আছে আবেগের
জলপ্রপাত।
আমারও ইচ্ছে করে পেতে,
একজন নারীর বিশুদ্ধ ভালোবাসা;
ইচ্ছে করে তার চোখের মাঝে
খুঁজে বেড়াতে প্রশান্তির বাঁধভাঙা নীড়,
আমার আঁখিতেও আছে জলের প্লাবণ;
কিন্ত আমি তো পারি না দেখাতে
দু চোখের জল,
তাই বলে কি ভেজে না বালিশ
রাতের অন্ধকারে নিস্তব্ধ ঝিঁঝিঁর ডাকে?
আমারও তো মন চায়
কেউ আমার পাশে এসে,
বলুক ভালোবেসে আশ্বাসে;
‘তুমি চিন্তা কোর না
আমি আছি তোমার হৃদ বাঁধনে।’
নারী তোমরা তো ভালোবাসার নদী ধারা ,
তবে দাও কেন কাঁটার আঘাত?
যে আঘাতে হয়ে যাই রক্তাক্ত দিশেহারা।
সারাদিন ছোটাছুটি তোমাদের স্বপ্ন বুকে,
ঘরে ফিরে আসি শান্তির তাড়নায়;
চাওয়া পাওয়ার মিল না হলে তবে
মনটাকে কেন কর শক্ত?
আমি পুরুষ, আমার চোখেও আছে
তোমার জন্য সুপ্ত আগ্নেয়গিরি,
সেটা কাম নয়,লালসা নয়,নেশা নয়;
শুধুই পরিশুদ্ধ ভালোবাসা।
যদি বুঝতে আমাদের সেই চোখের ভাষা
হৃদয় উজার করা ভালোবাসা।
তবে বুঝতে পুরুষের কঠিন শরীরের আড়ালেও
হৃদয়ে নরম বাষ্প উড়ে।
কিন্তু স্বর্থের টানাপোড়নে
নারী তুমি বন্ধ করে রাখো
হৃদয়ের সকল জানালা।
জেনে রেখো একটি কথা
পুরুষ ছাড়া নারী যেমন আস্থাহারা
তেমনি নারী ছাড়া পুরষ তেমন
অতিশয় দিশেহারা।
নারীর প্রেম কল্যানময়ী উদ্ভাসিত আলো
জীবন যুদ্ধের তরবারি।
যদি না ঘরে থাকে লক্ষী নারী
পুরুষের প্রেরণা হয়না ভারি।