Roya Chowdhury

আমি আমার

আমি নই সাগরের মত গভীর
নই আকাশের মত বিশাল
আবার পাহাড়ের মত উঁচু নই।
আমি সামান্য একজন মানবী।
তবে এমন কেন আমি?
প্রতিযোগিতা,হিংসা,মিথ্যাচার,
নোংরা সামাজিক রাজনীতি,
কপটতা পছন্দ নয় আমার।
কাউকে কষ্ট দিতে পচ্ছন্দ নয় আমার ;
অন্যের কষ্টে, কষ্ট হয় আমার;
দু’চোখ বেয়ে পড়ে কষ্টের নোনা জল।
সবার কষ্টকে কেন আমি নিজের করে নেই?
জানি,পারবো না
সুখের ভেলায় ভাসাতে সকলকে;
সবার কষ্টগুলোকে মুছে দিতে;
তবুও কেন অন্যের কষ্টে এ কষ্ট পাওয়া?
অন্যেরা তো দিব্যি আছে বেশ,
কারো কষ্ট নিয়ে ভাববার অবসর নেই তাদের।
অন্যের কষ্ট দেখে মজা লুটছে,আনন্দ পাচ্ছে।
তবে,আমি কেন এমন হলাম?
একটু অন্যরকম হলে কি দোষের ছিলো ?
মাটির উপর শব্দ করে হাঁটা আমার ধর্ম নয়,
অনেকেই তো মাটির উপর আঘাত করে হেঁটে যাচ্ছে।
তবে আমি কেন পারিনা?
একা একা কি কেউ কখনো হতে পারে সুখী?
সুখে থাকতে হলে সবাইকে নিয়ে হতে হয় সুখী।
অন্যের সুখে সুখী হওয়া
অন্যের দুঃখে কষ্ট পাওয়া;
এটাই আমার ধর্ম।

আমার ঠোঁটেও থাকে
অনাবিল আনন্দের হাসি।
হাসি কি সবসময়
সুখের কারণ বোঝায়?
কিছু কিছু হাসির মধ্যে
লুকিয়ে থাকে বেদনার পাহাড়।
কারো কি তা বোঝার মত সময় বা ইচ্ছা আছে?
শুনেছি মেয়েদের ঠোঁটে, না কি হাসি থাকে দুরকম।
দুঃখের হাসি আর ছলনার হাসি।
সুখের হাসি কি থাকে না?
আমার ঠোঁটে তবে কিসের হাসি?
আজ আমি সব বলবো
সময় এসেছে সব উন্মুক্ত করার ।
আর কত রাখবো ঢেকে?
আমিও তো মানুষ
আমারও তো মন আছে ভালোবসার
কাছে টেনে নেওয়ার ।
কিন্ত কেউ যদি সীমা অতিক্রম করে
আমার পিঠ দেয়ালে ঠেঁকিয়ে দেয়,
সেখান থেকে ফেরানোর সাধ্য আছে কি জগতের?
আমারও তো আছে সীমাবদ্ধতা।
আমি অন্য কারো মত হতে চাই না,হতে চাই না।
আমি আমার মতোই থাকতে চাই মৃত্যু অবধি
সৃষ্টিকর্তার কাছে আমি বারবার নতজানু হই
কৃতজ্ঞ চিত্তে।
অন্যের সুখেই যেন আমার সুখ হয়,
অন্যের কষ্টেই যেন আমার অশ্রু বয়।
এতেই আমি মহা সুখী।
আমি এমনই থাকতে চাই,
থাকতে চাই আমার মতো
চাই না হতে অন্য কারো মতো
আমি থাকতে চাই শুধু আমারই মতো।

Scroll to Top

Roya Chowdhury stands as a beacon of artistic excellence in Bangladesh, renowned for her mesmerizing poetry recitations that have captivated audiences worldwide.