অব্যক্ত চাওয়
েলে আসা সেই দিনগুলো
হঠাৎ করেই মনে পড়ে গেলো।
মনে পড়ে গেলো সেই সন্ধ্যা
সেই ক্ষণিকের পথ চলা
বলতে পারিনি মনের কথা
কিছুটা অভিমান নিয়ে সরে পড়া
তাই তো বুঝতে পারি নি
তোমার চোখের ভাষা।
জানি, আমি নেইনি তোমার খোঁজ
খুঁজেছিলে তুমি আমায়
এতটা বছর কেন আমার মাঝে
খুঁজে ফিরেছো নিজের সত্ত্বা?
খোঁজ পেয়েছিলে ,চিঠিও লিখেছিলে
কিন্ত অদৃষ্ট!
আমাদের দিল না এক হতে, সংসার গড়তে।
সৃষ্টিকর্তা বুঝেছিলেন, আমি নই সেই যোগ্য নারী
যে তোমাকে সুখী করবে।
কিভাবে অবুঝের মত অভিমানকেই
গুরুত্ব দিয়ে জীবনের এতটা দীর্ঘ পথ
বয়ে চলেছি।
জীবন থেকে হারিয়ে গেছে
অনেকটা সময়, অনেকগুলো বেলা
জীবনের শেষ লগ্নে এসে
পেলাম তোমার দেখা
জানি তুমি আমার নও
হয়তো কোনদিন হবেও না
শুধুই আত্মার বন্ধনে রয়ে যাবে বেঁধে।
তুমি আমার না লেখা কবিতার কথামালা যা ভাবি প্রতিদিন
লিখতে পারি না ।
তুমি আমার কল্পনায় আঁকা ছবি
যা শুধুই স্বপ্ন হয়েই রয়ে যায়
আঁকা হয়ে ওঠে না।
তুমি আমার অব্যক্ত ভালোবাসা
যা প্রতিদিন চাই
কিন্ত কোনদিন পাওয়া হবে না।
শুনেছিলাম….
ভালোবাসা না-কি নীল আকাশে ধ্রুবতারার মত সত্য
শিশির মাখা ভোরের ঘাসের মত পবিত্র
তাহলে কেন কালের কাছে পরাজিত?
বাস্তবতার চোখে উপেক্ষিত?