মানুষের জীবনটা বড়ই অদ্ভুত।একা আসতে হয়,একা যেতে হয়।আসা ও
মানুষের জীবনটা বড়ই অদ্ভুত।একা আসতে হয়,একা যেতে হয়।আসা ও যাওয়ার মাঝের সময়টুকুতে ঘটে যায় কত বৈচিত্র্যময় ঘটনা।মানব জীবনের এই বিচিত্র দিকগুলো আমরা প্রতিটা মুহূর্ত নিরবে প্রত্যক্ষ করে চলি।আমাদের এই ‘জীবন ‘নামক গাড়ির কোন শিরোনাম হয় না ।এক একজনের কাছে জীবনের অর্থ এক এক রকম।
আমাদের ভালোবাসা ও কিন্তু বড়ই অদ্ভুত।ভালোবাসার মানুষটি হারিয়ে যাওয়ার পর আমাদের মধ্যে ভালোবাসা জেগে ওঠে।সে চলে যাওয়ার পর তার নামে কত ভাষণ, টেবিল চাপড়িয়ে বক্তৃতা কত কিছু চলতে থাকে! কিন্তু যে চলে গিয়েছে, সে কি এগুলোর কিছু জানতে বা বুঝতে পারে? কি হয় যখন মানুষটি পাশে থাকে তখন তার মূল্যায়ন করলে? বাঙালি জাতির মত এত বিরহ প্রিয় জাতি বোধহয় খুব কমই আছে ।
নতুন প্রজন্ম মনে হয় শুধু সাফল্যের পেছনেই দৌঁড়াচ্ছে। প্রকৃতপক্ষে আমরা বড় একা।বাস্তব জীবনে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার বন্ধু থাকলেও প্রচন্ড কষ্টের মুহূর্তগুলো শেয়ার করার জন্য বা প্রাণ খুলে মনের কথা বলার জন্য কি কাউকে পাওয়া যায়?
আসলে আবেগ প্রবণ না হয়ে আমাদের বুঝতে হবে, সুখের নাগাল পেতে হলে দুঃখের স্বাদ অনুভব করতেই হবে।প্রতিটি মুহূর্ত আমাদের লড়াই করে বেঁচে থাকতে হবে এই পৃথিবীর বুকে।এক সময় লড়াই করতে করতে অনেক কিছুই জীবন থেকে হারিয়ে ফেলি আমরা নিজের ইচ্ছার বিরুদ্ধেই।প্রেম-ভালোবাসা, মায়া-মমতা আরো কত কি!
জীবন সত্যিই অদ্ভুত! মৃত্যু পর্যন্ত জীবন আমাদের শিক্ষা দিয়ে যায় ।তবু ও কি আমরা সত্যিকার অর্থে জীবনের মানে খুঁজে পাই??